একেক তারকার ঝোঁক একেক দিকে। যেমন প্যারিস হিলটনের ঝোঁক জুতা সংগ্রহের দিকে। তার সংগ্রহে হাজারের ওপর জুতা রয়েছে। একে জুতার পাহাড় বললে ভুল হবে না। প্যারিস তার সংগ্রহের সব জুতা নিজের বাড়িতে বিশেষভাবে তৈরি বিশাল একটি জুতার র্যাকে সাজিয়ে রেখেছেন। নিজের প্যারিস হিলটন ব্র্যান্ডের পাশাপাশি অন্য ব্র্যান্ডের জুতাও আছে এখানে। এ প্রসঙ্গে প্যারিস বলেন, 'জুতার প্রতি আমার প্রেম আছে। তাই হাজারখানেকেরও বেশি জুতা আমি সংগ্রহ করেছি। আমি নিজেই যেহেতু ডিজাইনার, জুতা তো বেশি থাকতেই পারে! আর জুতা সব মেয়েই অনেক পছন্দ করে।' তিনি আরও বলেন, 'আট বছর ধরে আমি জুতার ডিজাইন করছি এবং সংগ্রহ করছি।'