শীতের সকালে এককাপ ধোয়ায়িত গরম কফির সঙ্গে খবরের কাগজের রসায়নটা জমে ভালোই। সেই কফিতে যদি মিশিয়ে নেওয়া যায় এক চামচ সালমান খান তাহলে ভাবুন তো কেমন হয়। অবাক হচ্ছেন? না, পেশীবহুল বলিউড হিরোকে কফির কাপে ঢোকানোর কথা বলছি না।
মূল ঘটনা ‘জয় হো’ ছবির প্রোমোশন স্ট্রেটেজি ঘিরে। ছবির পরিচালক সোহেল খানের মতে, ‘ আজকের দিনে প্রতিযোগিতা অনেক বেশি। তাই ছবির প্রোমোশন খুব গুরুত্বপূর্ণ। এজন্য নতুন নতুন চিন্তাভাবনাও দরকার। শীতের মওসুমে মুক্তির কথা মাথায় রেখেই তাই এবার সালমানের নামের কফি বের করার সিদ্ধান্ত।’
'জয় হো' ছবিতে সালমানকে দেখে আগে থেকে যেমন বোঝার উপায় নেই হচ্ছেটা কী। ঠিক সেই মুডটি ধার নিয়েই এবার ক্যাপুচিনোকে দেওয়া হয়েছে নতুন রূপ যার নাম ‘সালমান খান’। আর এই কফি পাওয়া যাবে ভারতের সমস্ত মাল্টিপ্লেক্সে। ‘জয় হো’ ছবির অভিনব এই প্রোমোশনের ফলে শুধু স্ক্রিনে নয়, বলিউডে হট হাঙ্ক নায়ক সলমন এবার থাকছেন কফির চুমুকেও।