'ধুম-৩' এর কল্যাণে আলােচনায় শুধুই আমির। বক্স অফিসের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। তবে নতুন খবর হল, চকলেট বয় আমির কলকাতায়।
গতকাল বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে শুভ উদ্বোধন করা হলো ষষ্ঠ ‘কলকাতা লিটারারি ফেস্টিভ্যাল’। সেখানেই উপিস্থত ছিলেন বলিউড স্টার।
আর উদ্বোধনী অনুষ্ঠানেই জানালেন, আগামীতে তারই পূর্বসূরী মাত্তলানা আবুল কালাম আজাদের উপর একটি সিনেমা তৈরির পরিকল্পনার কথা।