'বক্সার কবি' শিরোনামের একটি নাটকে কাজ নাকি শেষ করলেন?
হ্যাঁ, অনেক দিন পর একটি কমেডি ধাঁচের নাটকে অভিনয় করলাম। এ নাটকে আমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন ফারহানা মিলি। মিলির সঙ্গে যে কয়টা নাটক কিংবা টেলিফিল্মে আমি কাজ করেছি তার প্রত্যেকটিই ছিল অনেক মানসম্পন্ন। নিঃসন্দেহে মিলি অত্যন্ত ভালো একজন অভিনয়শিল্পী। এ নাটক কমেডি ড্রামা বেইজড। তারপরও আমি আশাবাদী যে নাটকটি দর্শকের ভালো লাগবে। মেজবাউর রহমানের রচনায় ও শুভ্র আহমেদের পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে।
নতুন কোনো ধারাবাহিক নাটকে কাজ করছেন?
'পরিবার পরিকল্পনা' শিরোনামের একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছি। এরই মধ্যে ১৩ পর্বের শুটিং শেষ করেছেন পরিচালক। ১০৪ পর্বে এ নাটকের গল্পটি আমার অনেক ভালো লেগেছে। এই ধারাবাহিক ছাড়া বিভিন্ন টেলিভিশনে আমার আরও কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। সেই ধারাবাহিক নাটকগুলোতেও অভিনয় করছি।
আপনার পরিচালনার কি খবর?
ভাষা দিবসে দুটি নাটক করার কথা ভাবছি। এরই মধ্যে একটি টেলিফিল্মের শুটিং শুরু করব ১৯ জানুয়ারি থেকে। মুনসুর আহম্মেদ চঞ্চলের রচনায় টেলিফিল্মটির নাম 'অহংকার'। এ ছাড়া এনটিভির জন্য আরও একটি নাটকের কাজ করার কথা আছে।
অভিনেতা না পরিচালক কোন পরিচয়ে নিজেকে পরিচিত করতে চান?
দর্শকরা আমাকে একজন অভিনয়শিল্পী হিসেবে চিনে আর আমি এ পরিচয়েই পরিচিত থাকতে চাই। এ ছাড়া মাঝে মধ্যে যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই তাহলে পরিচালনা করি। অনেকটা শখের বশেই এ কাজটি করা।
মঞ্চে অভিনয়ের কি খবর?
১৪ জানুয়ারি সেলিম আলদিনের প্রয়াণ দিবস। এ উপলক্ষে ১৯ জানুয়ারি শিল্পকলা একাডেমিতে 'ধাবমান' নাটকটি মঞ্চস্থ হবে। এতে আমি আছি।
অভিনয়ে মঞ্চের প্রয়োজনীয়তা কেমন?
অভিনয়ে মঞ্চের প্রয়োজনীয়তা অপরিসীম। মঞ্চ হচ্ছে অভিনয়ের শিকড়। একজন অভিনয়শিল্পী হতে হলে যেসব উপকরণ প্রয়োজন, মঞ্চ থেকে আমরা সে সব উপকরণ পেয়ে থাকি। আমাদের অভিনয় জগতে যে মানুষগুলো আজও দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছে বা গেছে তারা সবাই মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন। আবার অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা মঞ্চ থেকে আসেননি কিন্তু ভালো অভিনয় করেন। তাদের সংখ্যা কম। কিন্তু মঞ্চে জড়িত থাকলে অভিনয়, শিল্পচর্চা এবং শৃঙ্খলার পাঠ নেওয়া যায়।
* আলী আফতাব