জয়নুল-জসীম-আল মুতী জন্মোৎসবের প্রতিযোগিতা
শিল্পাচার্য জয়নুল আবেদিনের শততম,পল্লীকবি জসীমউদ্দীনের ১১১তম এবং বিজ্ঞান লেখক ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিনের ৮৪তম জন্মজয়ন্তীর চিত্রাঙ্কন, আবৃত্তি এবং বিজ্ঞানবিষয়ক রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হলো। গত ৩ জানুয়ারি কচি-কাঁচা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার ট্রাস্টিবোর্ডের সদস্য ও বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
শিল্পকলায় চলছে 'ট্রিবিউট টু সুচিত্রা সেন'
ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগের কালজয়ী নায়িকা সুচিত্রা সেন। উপমহাদেশের এই মহানায়িকার আশু রোগ মুক্তি কামনায় তাকে উৎসর্গ করে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে চলছে 'ট্রিবিউট টু সুচিত্রা সেন' শীর্ষক ১০ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। উৎসবে সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত দশটি চলচ্চিত্র স্থান পেয়েছে।
গত ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে যৌথভাবে এই উৎসবের উদ্বোধন করেন 'সূর্যদীঘল বাড়ি' ছবির পরিচালক মশিউদ্দিন শাকের ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় 'উত্তম-সুচিত্রা' অভিনীত 'শিল্পী' চলচ্চিত্র। উৎসবের দ্বিতীয় দিন গতকাল প্রদর্শর্িত হয়েছে 'সবার উপরে' এবং আজ তৃতীয় দিন সন্ধ্যায় প্রদর্শিত হবে 'সাগরিকা'। উৎসবের অন্য ছবিগুলো হলো- 'পথে হলো দেরি','সপ্তপদী', 'একটি রাত', 'হারানো সুর', 'সাঁঝের প্রদীপ', 'সাড়ে চুয়াত্তর', 'ওরা থাকে ওধারে'। আগামী ১৭ জানুয়ারি শেষ হবে ১০ দিনের এই উৎসব।
মঞ্চস্থ হলো 'বিয়ে বিড়ম্বনা'
৮ জানুয়ারি সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো আমরা নাটুকে থিয়েটার গ্রুপের প্রযোজনায় দম ফাটানো হাসির নাটক 'বিয়ে বিড়ম্বনা'। বিশ্বের শ্রেষ্ঠ কমেডি নাট্যকার মলিয়্যের রচিত এই নাটকটির রূপান্তর করেছেন অরূপ রুদ্র। আর নাটকটির নির্দেশনায় ছিলেন অসীম দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল নোমান, নিথর মাহবুব, মনি, শিমুল, রিংকু, শ্যামল, রায়হান, আরিফ, খোকন, জাবেদ, মেরিন ও হান্নান সাগর।