অমৃতা খানের একটি ছবিও মুক্তি পায়নি। তবুও তিনি আলোচনায়। বেশকিছু ভালো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আলোচনায় এসেছেন। চলচ্চিত্রের নায়িকা সংকটে তার ভূমিকা থাকবে বলেও মনে করেন অনেকে। এবার অমৃতা নতুন মিশনে নেমে যাচ্ছেন। ২২ জানুয়ারি থেকে তিনি শুরু করছেন নিজের ক্যারিয়ারের তৃতীয় ছবি 'কষ্ট কেন ভালোবাসায়'র শুটিং। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। অমৃতা বলেন, এ ছবিতে আমাকে একজন ধনাঢ্য মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এ ছাড়া আতিক রহমানের 'অন্তরে অন্তরে' ছবিতে অভিনয় করেছেন তিনি। হাতে আছে আরও তিনটি নতুন ছবি। এগুলো হলো- রিয়াজুর রহমানের 'দেহ', এ জে রানার 'অজান্তে ভালোবাসা' এবং ওয়াজেদ আলী সুমনের 'কষ্ট কেন ভালোবাসায়'। আর তার অভিনীত 'গেইম' রয়েছে মুক্তির অপেক্ষায়।