সুচিত্রা সেনের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। গতকাল হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে বুধবার থেকে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন মহানায়িকা। এই মুহূর্তে তার ক্যালরিযুক্ত খাবার প্রয়োজন। সুচিত্রাকে এখন তরল খাবার দেওয়া হচ্ছে। তবে কিছুই মুখে তুলতে পারছেন না তিনি। এতে তার শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে।
গত দুই দিন ধরে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হলেও গতকাল সন্ধ্যার পর থেকেই তা অবনতির দিকে যেতে থাকে। ফের শ্বাসকষ্ট শুরু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে দিতে হয় মহানায়িকাকে। দেওয়া হয় নেবুলাইজেশনও। কিন্তু কাজ হচ্ছে না। চিকিৎসকরা চিন্তার মধ্যে আছেন।