প্রায় দুই বছর ধরে বলিউডে অনুপস্থিত রয়েছেন সেঙ্সিম্বল অভিনেত্রী লারা দত্ত। তবে লারা ভক্তদের জন্য সুখবর হলো, এরই মধ্যে লারা আবারও কাজ শুরু করেছেন। দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। প্রভুদেবা পরিচালিত একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির কাজ শুরুর আগে একটি ফটোসেশনে অংশ নিয়েছেন লারা। বেশ খোলামেলা হয়েই তিনি এখানে পোজ দেন। জানা গেছে, এ ছবিটির নাম আপাতত রাখা হয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস জলি'। ছবিতে লারা কাজ করছেন অভিষেক বচ্চনের বিপরীতে। এরই মধ্যে এক দিন ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। তবে ছবিটির টানা শুটিং চলবে চলতি মাসের ১৫ তারিখ থেকে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত।