আন্তর্জাতিক সেলিব্রেটি শেফ নাইজেলা লসনের জীবন নিয়ে নির্মিতব্য ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। আর এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জোলি ভক্ত-দর্শকরা তাকে খুঁজে পাবে নতুন রূপে। জোলির মতে, নাইজেলা লসনকে তিনি খুব ভালো করে চেনেন। আর তার চরিত্র কীভাবে ফুটিয়ে তুলতে হবে সে বিষয়েও ভালো ধারণা আছে তার। তাই নাইজেলার চরিত্রে তিনি নিজেই অভিনয় করতে চান। ২০১৩ সালে বেশ কিছু কারণে সমালোচিত হয়েছেন লসন। সম্প্রতি কোকেন সেবনের জন্যও আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। জোলির মতে, লসন একজন ভিন্নধর্মী নারী। তার সাম্প্রতিক জীবনের ঘটনাবলির বিষয়েও জানেন তিনি।