যশ রাজ ফিল্মস মানেই পোস্টারে শাহরুখ খান। এক সময়ের চিত্রটা ছিল এমন। তবে সময়ের আবর্তে চিত্র পাল্টেছে। যশ রাজ ফিল্ম কিং খানের উপর আর ততটা সদয় নয়। বর্তমানে অন্য খানেই ভরসা রাখছেন তারা।
আর তারই ধারাবাহিকতায় সালমানকে নিয়ে 'এক থা টাইগার'-এর সিকোয়েল বানাতে চান আদিত্য চোপড়া।
এ বছরের সবচেয়ে চর্চিত ও সফল ছবি হল ধুম ৩। যশ রাজ ব্যানারের হলেও এ ছবিতে শাহরুখের বদলে সাফল্যের গুড় খেয়েছে আমির খান। এখন তো সালমানও গুটি গুটি পায়ে ঢুকে পড়েছেন যশ রাজ ক্যাম্পে। যশ রাজ ব্যানারে তার প্রথম ছবি এক থা টাইগার। যদিও এর আগে যশ রাজ ব্যানারের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে পার্শ্ব অভিনেতা হিসাবে কাজ করেছিলেন তিনি। যা প্রথম ভারতীয় ছবি হিসাবে ১০০ কোটি টাকার ব্যবসা করেছিল। আর তা যে যশ রাজ ফিল্মস-এর সঙ্গে সালমানের সখ্যতা বাড়িয়ে তুলেছে তা বলাই বাহুল্য।
আর এই বিশ্বাসযোগ্যতার কারণেই ইতিমধ্যে যশ রাজ ফিল্মের দুটি নতুন ছবির চুক্তিও সাক্ষর করেছেন সালমান। এক থা টাইগারের ব্যাপক সাফল্যের কথা মাথায় রেখে এই ছবির সিকোয়েল বানানোর কথা ভাবছেন আদিত্য চোপড়া। অপরটি 'চাক দে ইন্ডিয়া'র পরিচালক সিমিত আমিনের পরিচালনায়।