এখনও সঙ্কটে রয়েছেন মহানায়িকা। আজ সকালেও অবস্থার তেমনটা পরিবর্তন ঘটেনি। শ্বাসকষ্ট না কমায় মহানায়িকাকে রাখা হয়েছে নন ইনভেসিভ ভেল্টিলেশনে। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে মহানায়িকার বুকে কফ জমেছে। ফলে, গতকাল রাতে খাওয়ার খেতে সমস্যা হয়েছে বলেও জানা গিয়েছে। ফুসফুসে সমস্যা সহ একাধিক সমস্যার কারনে এখনও বেশ চিন্তিত চিকিৎসকরা।
অন্যদিকে, গতকাল দুপুরের পর থেকেই মহানায়িকার শারীরিক অবস্থার অবনতি ঘটার খবর পেয়েই হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টা খানেক সময় কাটান মহানায়িকার সঙ্গে। এই নিয়ে তৃতীয়বারের জন্য সুচিত্রা সেনকে দেখতে যান মুখ্যমন্ত্রী।