বাবা রাকেশ রোশনের ছত্রছায়া থেকে বের হতে চাচ্ছেন হৃত্বিক রোশন। স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর এবার বাবার বাড়ি থেকে বেরিয়ে জুহুর বাংলোতে স্বাধীনভাবে থাকতে চান তিনি। বিয়ের পরও বাবা-মার সঙ্গেই থাকতেন হৃতিক, তাহলে হঠাৎ এ সিদ্ধান্ত কেন?
জানা গেছে, বাবা রাকেশের সঙ্গে মত পার্থক্যের কারণেই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন হৃত্বিক? কেউ কেউ বলছেন বাড়ি থেকে বেরিয়ে বাবার বিপক্ষে গিয়ে সুজানের পাশে দাঁড়াতে চাইছেন হৃতিক। এ কারণে হৃতিকের বাড়ি ছাড়ার সিদ্ধান্ত এমন অনেক প্রশ্নই উস্কে দিয়েছে। তবে উত্তর দেবে সময়ই।