দ্বৈত গানে কণ্ঠ দিলেন তানভীর তারেক ও কলকাতার সোমচন্দা ভট্টাচার্য। 'বলনা তোর কথা এই আমায়' শিরোনামের গানটি লিখেছেন জাহিদ আকবর। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর-সংগীতও পরিচালনা করেছেন তানভীর তারেক। এম এ জলিল অনন্ত পরিচালিত বাংলাদেশের রেকর্ড বাজেটের ছবি 'মোস্ট ওয়েলকাম'র দ্বিতীয় সিক্যুয়েল চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিলেন তারা।
শুধু গানে কণ্ঠশিল্পী হিসেবেই নয়, বড় পর্দায় এ চলচ্চিত্রে গানের বিশেষ সিকোয়েন্সে কণ্ঠশিল্পী হিসেবে দেখা যাবে তানভীর তারেককে। সম্প্রতি থাইল্যান্ডের পাতায়া, ব্যংককের বেশ ক'টি লোকেশনে এই দৃশ্য ধারণ করে এলেন শিল্পী। বর্তমানে গানটির পোস্ট প্রডাকশন চলছে। ভারতের প্রখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের নির্দেশনায় ছবির মূল নায়ক ও পরিচালক অনন্তের সঙ্গে বলিউড স্টাইলেই কণ্ঠশিল্পীকে একটি রোমান্টিক গানে অংশ নিতে দেখা যাবে।
গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,'আমার মিউজিক ক্যারিয়ারের জন্য এটা বড় একটা প্রাপ্তিযোগ। অবশ্যই ছবির নির্মাতার কাছে কৃতজ্ঞতা। এখন একাধিক বলিউড চলচ্চিত্রের গানের সঙ্গে মূল শিল্পীকে প্রমোট করা হয়। এটিও বাংলাদেশে চমক হিসেবে উপস্থাপিত হবে আশা করি।'