হৃদয়ে মাটি ও মানুষ
টমেটোতে অগি্ন সংযোগ নিয়ে প্রতিবেদন
হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে আজ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ভোক্তা অধিকার সংরক্ষণের নামে শরীয়তপুরে কৃষকের ক্ষেতের শত শত মণ টমেটোতে প্রশাসনের নেতৃত্বে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সরেজমিন প্রতিবেদন। সরকার অনুমোদিত বিভিন্ন প্লান্ট গ্রোথ রেগুলেটর বাজারে চালু রয়েছে। যেগুলো একটি নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করে টমেটো পাকানোর জন্য কৃষি বিভাগ পরামর্শও দিয়ে থাকেন। বিষয়টি সম্পর্কে প্রশাসন, কৃষি বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিভাগ, আইন বিশেষজ্ঞ সবার অভিমত তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।
নাটক ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানা'র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপর্ণা, মিশু সাবি্বর, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম, অতিথি শিল্পী তাহসান এবং অন্যান্য শিল্পী। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেইসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিক্স ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। আসিফ মার্কেটিং এ পড়াশুনা করছে। কিন্তু নিজের ভবিষ্যত নিয়ে পুরোই দ্বিধাদ্বন্দে আছে। রিয়া একজন ফটোগ্রাফার। তার স্বপ্ন ক্যামেরার চোখ দিয়ে পুরো পৃথিবী বাংলাদেশকে দেখবে।
গল্প স্বল্প গান-এ আঁখি-জীবন
আজ রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে সেলিব্রেটি টক শো 'গল্প স্বল্প গান'। নির্দিস্ট বিষয়ের উপর আমন্ত্রিত অতিথিরা তাদের মতামত ব্যক্ত করেন এবং আলোচনা করেন। এছাড়া দর্শকরা সরাসরি অতিথিদের সঙ্গে বিভিন্ন মতামত শেয়ার এবং অনুভূতি জানাতে পারেন। অনুষ্ঠানটিতে আজ অতিথি হয়ে আসবেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আঁখি আলমগীর এবং গীতিকার রবিউল ইসলাম জীবন। মাসুদুজ্জামান সোহাগ এবং সুবর্ণা নওয়াদিরের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সুবর্ণা নওয়াদীর।
রবি রক অ্যান্ড রিদমে খালিদ
এটিএন বাংলায় আজ রাত ৮টায় সরাসরি সমপ্রচার হবে লাইভ মিউজিক্যাল শো 'রবি রক রিদম'। ইভা রহমানের পরিচালনায় গতানুগতিক ধারার বাইরে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন কণ্ঠশিল্পী, সুরকার এসআই টুটুল। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। আজকের পর্বে অতিথি থাকবেন ব্যান্ডদল চাইম (খালিদ)। অনুষ্ঠানে প্রিয় শিল্পীকে গানের অনুরোধ জানাতে এসএমএস পাঠাতে হবে ২০১০ নম্বরে।
আমার আমি'তে কেরামত মাওলা ও আফরোজা বানু
আমার আমি'তে আজকের পর্বে অতিথি অভিনয়শিল্পী কেরামত মাওলা ও আফরোজা বানু। অনুষ্ঠানে তাঁরা কথা বলেছেন অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাজ্জাদ হুসাইন।