বিশ্ব ভালোবাসা দিবসের জন্য নির্মিত হচ্ছে একক নাটক 'আমি দেবদাস হতে চাই'। এটি নির্মাণ করছেন ইমরাউল রাফাত। বর্তমানে নাটকটির শুটিং চলছে। নাটকে নিশো ইকবাল হোসেন চরিত্রে এবং মিম পারুল চরিত্রে অভিনয় করলেও মূলত গল্পে তারা দেবদাস এবং পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন। নিশো বলেন, 'নাটকের গল্পটাই অন্যরকম। দর্শকের প্রতি অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।' মিম বলেন, 'আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আশা করি, নিশোর সঙ্গে আমার কাজটি দর্শকের কাছে উপভোগ্য হবে।' নিশো ও মিম অভিনীত সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় 'ট্রাম্প কার্ড-১' এ অভিনয় করেছিলেন। নিশো এ টেলিফিল্মে দেবদাসের ছায়া চরিত্রে অভিনয় করলেও প্রচার চলতি এনটিভির ধারাবাহিক 'নীল রঙের গল্প'-এ দেবদাস চরিত্রে অভিনয় করছেন।