বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে নাট্যাচার্য সেলিম আল দীনের তিরোধান দিবস। ১৪ জানুয়ারি তার ষষ্ঠ প্রয়াণ দিবস।
এ উপলক্ষে সেলিম আল দীন ফাউন্ডেশন ১৪ থেকে ১৬ জানুয়ারি তিন দিনব্যাপী সেলিম আল দীন স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ, সেমিনার, নির্বাচিত পাঠ ও নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে এই কীর্তিমানকে স্মরণ করা হবে। প্রথমদিন নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি 'বাঙলার গীতরঙ্গ ও নাট্য : স্বাতন্ত্র্যের সূত্রপাত' বিষয়ে সেমিনার। দ্বিতীয় দিন রয়েছে 'নিমজ্জন' ও 'দিনলিপি' থেকে পাঠ। শেষ দিন রয়েছে নাটক প্রদর্শনী। সেলিম আল দীন রচিত 'ধাবমান' মঞ্চস্থ করবে
ঢাকা থিয়েটার।