সম্প্রতি ভারতের বাজারে নতুন একটি গাড়ি ছেড়েছে জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অডি। আর এক কোটি ৩০ লাখ রুপি খরচ করে সালমান খান কিনেছেন প্রথম গাড়িটি। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফকে বিলাসবহুল গাড়িটি উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সালমান। কিন্তু সিদ্ধান্ত বদলেছেন সালমান। ক্যাটকে তিনি গাড়িটি উপহার দেবেন না। সালমান বলেন, 'গাড়িটি এমন কাউকে উপহার দেওয়া উচিত যাকে গাড়িটির মধ্যে চমৎকার মানায়। ক্যাটরিনাই যোগ্য মানুষ। কিন্তু তাকে আর উপহার দিতে চাই না। আমি চাই, অন্য কেউ ক্যাটরিনাকে এ গাড়িটি উপহার দিক।' সালমানের এ কাণ্ড পরিষ্কার করেছে দুজনের মধ্যকার দূরত্ব।