অভিনয়ের জন্য অনেককিছুই করতে হয়। চড় খেয়ে এটা আবার প্রমাণ করলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। 'উলফ অফ ওয়াল স্ট্রিট' ছবির একটি দৃশ্যে সহশিল্পীর চড় খেয়েছেন তিনি। তবে যতটা না তিনি ভেবেছিলেন চড়টা তার চেয়েও অনেক বেশি জোরে লেগেছে! ঘটনাটি জানিয়েছেন ডিক্যাপ্রিওর সহশিল্পী রবি। তিনি জানান, অভিনয়ের সময় রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি। তাই চিত্রনাট্যে চড় না থাকলেও কষিয়ে চড় মেরে বসেন। সঙ্গে সঙ্গে পিনপতন নীরবতা ছেয়ে গিয়েছিল পুরো সেটে। কিছুক্ষণ পর সবাই জোরে হেসে ওঠেন। তবে রবি ভয় পেয়েছিলেন, চড় খাওয়ার পর হয়তো তার বিরুদ্ধে মামলা করে বসবেন ডি ক্যাপ্রিও। কিন্তু তেমনটি হয়নি।