মাধুরী দীক্ষিতের ভক্তের কোনো অভাব নেই। তার এক ঝলক হাসিতে আজও কুপোকাত লাখো ভক্ত। এবার সেই হাসিতেই মজল সমাজবাদী পার্টির নেতা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। মোহময়ী এই অভিনেত্রী আগামী ছবি 'দেড় ইশকিয়া'র জন্য ১ কোটি টাকার ভর্তুকি ঘোষণা করলেন তিনি
শুধু তাই নয়, ছবিটির জন্য ২৫ শতাংশ কর মওকুফের কথাও চিন্তাভাবনা করছেন অখিলেশ সরকার।
মুজাফ্ফরনগর দাঙ্গা পীড়িতদের ত্রাণ শিবিরে জন্মের পরই ৩৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাতে অবশ্য খুব একটা মাথা ঘামাননি অখিলেশ। বরং উত্তরপ্রদেশের সাইফাইতে নক্ষত্র খচিত সাংস্কৃতিক সন্ধ্যায় মনোনিবেশ করাটাই তার জন্য বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছেন তিনি।
এ অনুষ্ঠানে বলিউডের অনেক অনামী তারকার সঙ্গে ছিলেন সালমান খান, মাধুরী দীক্ষিতের মতো খ্যাতিমান তারকারাও। আর এ অনুষ্ঠানেই অখিলেশ সরকার ১ কোটি টাকার ভরতুকি ঘোষণা করেছেন মাধুরী দীক্ষিতের জন্য।
উত্তরপ্রদেশের এই গ্রামের বলিউডি রাতে যোগ দিয়েছিলেন অখিলেশ সরকারের অনেক নেতা ও আমলারা। শাসকদল ছাড়াও অন্যয দলের বেশ কিছু নেতাও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।