বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল আম আদমি। কিন্তু মাস ঘুরতেই স্বপ্নভঙ্গ রাজধানীবাসীর। প্রতিদিনই উঠে আসছে বিভিন্ন মন্তব্য। কিছুদিন আগেই চেতন ভগত আপকে রাজনীতির আইটেম গার্ল বলেছিলেন।
আর এবার বিতর্কিত মন্তব্যটি করলেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। উদ্ধব বলেন, 'অরবিন্দ কেজরিওয়ালের থেকে ভাল সরকার চালাতে পারবেন রাখি সওয়ান্ত।'
উদ্ধবের মন্তব্য শুনে একটি নিউজ চ্যানেলকে রাখি বলেন, 'উদ্ধব যা বলেছেন তা ঠিকই বলেছেন। অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে তার বক্তব্যও পেশ করেছে রাখি। বলেন, মানুষ ভোট দিয়ে কেজরিওয়ালকে ক্ষমতায় এনেছে। অরবিন্দের উচিত মানুষের জন্য কাজ করা এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করা। রাস্তায় নেমে বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা নয়। উনি যা করছেন সেটা ঠিক নয়।'