বিগত কয়েক মাসে বেশ কয়েকজন নতুন নায়িকার বিপরীতে নায়ক হয়েছেন নিরব। সেই ধারাবাহিকতায় আবারও নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এবার তিনি অভিনয় করছেন তানহার সঙ্গে। 'ভোলা তো যায় না তারে' নামে ছবিতে অভিনয় করবে নিরব-তানহা জুটি। এটি তানহার প্রথম ছবি। রফিক সিকদারের পরিচালনায় আগামীকাল থেকে ঢাকায় এর শুটিং শুরু হবে। এরপর রাজশাহী, পাবনা ও কঙ্বাজার এলাকায় ছবিটির শুটিং হবে বলে নিরব জানান। নিরব বলেন, 'আশা করছি কাজটি ভালো হবে। হিন্দু আর মুসলিম পরিবারের গল্প নিয়ে ছবিটির কাহিনী এগিয়ে যাবে। এ ছবিতে আমি রুদ্র চরিত্রে আর নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করবে তানহা। রোমান্টিক বিরহের গল্পটা ভালো লাগবে সবার।'