এ পর্যন্ত ৭টি ছবিতে প্লে-ব্যাক করেছেন কণ্ঠশিল্পী নিশীতা বড়ুয়া। তবে এবার তিনি একই দিনে দুটি ছবির গানে কণ্ঠ দিলেন। সায়মন তারিক পরিচালিত 'মাটির পরী' ছবিতে গাজী মাজহারুল আনোয়ারের লেখা 'রাতের আকাশ চাঁদ হারালেই আগামী রাতেই উঠে' গানে কণ্ঠ দিলেন তিনি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। অন্যদিকে এর পরপরই নিশীতা কিশোরের সুরে জাজ মাল্টিমিডিয়ার নতুন একটি ছবির গানেও কণ্ঠ দেন। প্লে-ব্যাকে কিশোরের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেন তিনি। নিশীতা বলেন, 'এর আগে গাজী স্যারের লেখা গান গেয়েছি। তিনি আমার গুরুজন। আমি তার গানের ভীষণ ভক্ত। সত্যিই এটা আমার সৌভাগ্য যে তার লেখা গান আবার গাইতে পেরেছি।'