ঘটনাটা চমকই বটে। এক অভিনেত্রী অন্য অভিনেত্রীর প্রশংসা করেন না বলিউডে। কিন্তু নতুন দৃষ্টান্ত দেখালেন পরিনীতি চোপড়া। তিনি আলিয়া ভাটের প্রশংসা করেছেন। পরিনীতির মতে, আলিয়া ভাট একদিন বড় তারকা হবেন।
সম্প্রতি 'কফি উইথ কারান' অনুষ্ঠানে অংশ নিয়ে আলিয়া জানান, অভিনেত্রী হিসেবে পরিনীতি খুবই দক্ষ, যে কারণে তাকে নিজের বড় প্রতিদ্বন্দ্বী ভাবেন তিনি। জবাবে পরিনীতি বলেন, 'আলিয়া সবসময়ই আমাকে এ ধরনের কথা বলে। শুনে আমি আলিয়াকে ফোন করি আর বলি, আমাকে প্রতিযোগী ভাবার কোনো কারণ নেই। কারণ আমার বিশ্বাস একদিন খুব বড় মাপের তারকা হবে আলিয়া। তার মধ্যে সে গুণ আছে।'