স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর হতাশা কাটিয়ে কাজে মনোযোগ দিতে একজন লাইফ কোচ নিয়োগ করেছেন অভিনেতা হৃত্বিক রোশন। লাইফ কোচ হিসেবে আরফিন খানকে নিয়োগ করেছেন হৃত্বিক রোশন। আর কাজের প্রতি মনোযোগী হওয়ার শর্তে তাকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থও দিচ্ছেন ওই অভিনেতা। সূত্র জানায়, আরফিন সব সময় হৃত্বিকের আশপাশেই থাকেন। তার কাজ হলো হৃতি্বককে কাজের প্রতি মনোযোগী রাখা। তবে এ বিষয়টি স্বীকার করেননি আরফিন। এমনকি হৃত্বিককে যে তার ব্যক্তিগত ব্যাপারে তিনি পরামর্শ দিচ্ছেন ওই কথাটিও অস্বীকার করেন আরফিন। তিনি বলেন, 'হৃত্বিক আমার একটি সেমিনারে এসেছিলেন। এর বাইরে আর কিছুই নয়।'