ভ্যানিসা প্যারাডাইজের সঙ্গে হলিউড হার্টথ্রব জনি ডেপের ব্রেকআপের কথা সবারই জানা। চৌদ্দ বছরের সর্ম্পকের অবসান ঘটিয়েছেন তারা। কিন্তু তাতে খুব একটা সমস্যা হয়নি জনির। জুটে গেছে নতুন সাথীও।
ভ্যানিসার সাথে সম্পর্ক ছেদের পর জনির সম্পর্ক গড়ে ওঠে আম্বের হেয়ারপের সাথে। আর তার দু’বছরের মাথায় বিয়ের সদ্ধান্তও নিয়ে ফেলেছেন জনি। হ্যাঁ, বাহামাসের সমুদ্র সৈকতে খুব ছিমছাম কায়দায় বিয়ের আসর বসাতে চলেছেন জনি ও আম্বার।
জানা গেছে, জনি ডেপের বিয়ের আসরে সবাইকে হাজির হতে হবে খালি পায়ে। সৈকতের বালির মধ্যেই হবে বিয়ের নানা রীতিনীতি। ককটেল ও বার্বি কিউব দিয়ে সাজানো হবে লাঞ্চ টেবিল। সঙ্গে জনির বন্ধুরাই গানে-নাচে মেতে উঠবেন আসরে। জনির এই বিয়েতে শুধুমাত্র এন্ট্রি পাবেন আত্মীয়স্বজ্জন ও বন্ধুবান্ধবরা।
জনি ও আম্বেরের মতে, হলিউডের জাঁকঝমকপূর্ণ লাইফকে দূরে রাখতে চান তারা দু’জনেই।