হাসি, কান্না, সফলতা, ব্যর্থতা, হতাশা, বিষন্নতা আর অস্থিরতা ঘিরে মানুষের জীবন। এক জীবনে সবাই যেমন একচেটিয়া সুখ ভোগ করতে পারে না, তেমনি দুঃখও সব সময় মানুষের চারপাশে ঘুরে বেড়ায়- এমন কথাটি সঠিক নয়। তবে সুখ এলে মানুষ আনন্দে ভেসে বেড়ায়, কিন্তু দুঃখ বা ব্যর্থতায় নিজেকে সামলাতে পারেন না অনেকেই। এমন পরিস্থিতিতে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেন কেউ কেউ।
এরকম পরিস্থিতির মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করেছে 'হাল ছেড়ো না বন্ধু' নামে একটি সংগঠন। নাট্য ব্যক্তিত্ব চন্দা মাহজাবীন তার এই সংগঠনটি নিয়ে কাজ শুরু করে আসছেন ২০১৩ সালের অক্টোবর থেকে।
সংগঠনটি সম্পর্কে চন্দা জানান, কোনও না কোনও অসংলগ্ন ব্যাপার বা বৈষম্যমূলক আচরণ থেকে আমরা মানসিকভাবে ভেঙে অনেকে। হতাশা, বিষন্নতা ছেয়ে থাকে তাদের মাঝে। দৈনন্দিন কোনও কিছুতেই আর আনন্দ খুঁজে পায় না তারা। এভাবে এক সময় বেঁচে থাকার কোনও অর্থ খুঁজে পায় তারা। এধরনের মানুষের পাশে দাঁড়াতেই 'হাল ছেড়ো না বন্ধু'র প্রতিষ্ঠা।
তিনি জানান, মানসিকভাবে ভেঙে পড়া এসব মানুষকে বিনামূল্যে পরামর্শ দিয়ে সহযোগিতা করার মানসিকতা থেকে 'হাল ছেড়ো না বন্ধু' শিরোনামে আমার সংগঠনটি কাজ করে আসছে। বন্ধুদের প্রতি আমার আহ্বান থাকবে, প্রতিকূল পরিবেশে হতাশ না হয়ে মনোবল শক্ত করো। ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে।
মানসিক যে কোনো সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শের জন্য ফোন করতে পারেন- ০১৯২২৪৭৭৭৪২, ০১৬২০২২০৭৪৭ এই নম্বরগুলোতে।