ভালোবাসা দিবস উপলক্ষে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হবে তরুণ কণ্ঠশিল্পী শাহরিয়ার বাঁধনের প্রথম একক অ্যালবাম 'এইতো তুমি'।
অ্যালবামটিতে থাকছে মোট দশটি গান। গানগুলোর কথা লিখেছেন জাহিদ আকবর, ফয়সাল রাব্বিকীন, লিমন আহমেদ, জিয়াউদ্দিন আলম, এস আই শহীদ, রাব্বি আর বি, অমিত চ্যাটার্জি, সোহেল রাজ, পলাশ ফারুকী, শামীম ও বাঁধন।
গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তানভীর তারেক, তৌসিফ, অয়ন চাকলাদার, রেজওয়ান শেখ, পলাশ ফারুকী, অমিত চ্যাটার্জি, সোহেল রাজ, সচি সামস এবং শিল্পী নিজেই। এছাড়া বাঁধনের এই সলো অ্যালবামে থাকছে পাঁচটি ডুয়েট গানও। এসব গানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর, মোহনা, আর্শিনা প্রিয়া, অভি, নিশি ও টুম্পা।
অ্যালবাম প্রসঙ্গে শাহরিয়ার বাঁধন বলেন, রোমান্টিক, মেলোডি, স্যাড গান থাকছে আমার এই অ্যালবামে। এরই মধ্যে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন করেছি। গানের প্রতি রয়েছে আমার প্রবল ভালোবাসা। সেই তাড়না থেকেই আমি গান করছি। অনেক সময় নিয়ে আমার প্রথম সলো তৈরি করেছি। আশা করি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।