বিশ্ববিদ্যালয়ে যেতে পারছেন না বর্তমান সময়ের নবাগত ব্যস্ত নায়িকা পরীমনি। পরিবারের কড়া নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে তাকে। এজন্য মন খুব খারাপ পরীর। এককথায় বেশ কষ্টে আছেন পরী। এটা কোনও বাস্তবের ঘটনা নয়, এমনই একটি চরিত্রে অভিনয় করছেন মিষ্টি চেহারা ও লাস্যময়ী এ অভিনেত্রী।
অপূর্ব রানা পরিচালিত 'ইনোসেন্ট লাভ' নামের এই ছবিটির শুটিং শুরু হয়েছে গত ১ ফেব্রুয়ারি থেকে। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। পরীর বিপরীতে অভিনয় করছেন জেফ। এছাড়া এ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, গতানুগতিক ধারা থেকে একটু ভিন্ন এই ছবিটির গল্প। বলতে পারেন নতুনত্ব আছে। ছবিতে আমার চরিত্রের নাম পরী, আর জেফ-এর নাম নীল। আমার বাবার চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা।
পরীমনি আরও বলেন, সবচে' মজার কথা এই ছবিতে আমি নিজ নামে বা প্রকৃত নামেই অভিনয় করছি। আমি যখন গল্পটা পড়ি তখন এটা এত বেশি ভালো লেগেছে যে ছবিটিতে অভিনয় না করে পারলাম না।
উল্লেখ্য, 'ইনোসেন্ট লাভ' ছবিতে মোট পাঁচটি গান আছে। এরমধ্যে চারটি রোমান্টিক আর একটি বিরহের।