প্রায় একযুগ পর মঞ্চনাটকে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আগামী ২৭ ফেব্রুয়ারি নাট্যকেন্দ্রের সঙ্গে জাপান যাচ্ছেন মোশাররফ। টোকিওতে প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে 'দুই যে ছিল এক চাকর' নাটকটির প্রদর্শনী হবে। কার্ল গোল্ডনির 'সার্ভেন্ট অব টু মাস্টারস' নাটক অবলম্বনে এটি অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। মোশাররফ করিম বলেন, আমার অভিনয়ের শুরুটা এই মঞ্চ থেকে। এখনো মঞ্চ থেকে শিখতে চাই। আর আমার মনটা এখনো মঞ্চেই পড়ে থাকে। কিন্তু সময় হয়ে ওঠে না। তারিক ভাই আমার প্রিয় মানুষ। তার সঙ্গে কাজ করা মানেই নতুন কিছু শেখা, একগাদা অভিজ্ঞতা অর্জন করা।