এখনকার মুঠোফোন যেন গোপন তথ্যভাণ্ডার। মুঠোফোনে অনেকেই গোপনে নানা বিষয় সংরক্ষণ করে রাখে। মাঝেমধ্যে মুঠোফোনের এ গোপনীয়তা ফাঁস হয়েও যায়। সম্প্রতি এমনটিই ঘটেছে যুক্তরাজ্যের মডেল কেট মসের ক্ষেত্রে। তার হ্যাক হওয়া মোবাইল থেকে পাওয়া গেছে একটি প্রেমবার্তা। বার্তা প্রেরকের নাম ড্যানিয়েল ক্রেইগ। 'জেমস বন্ড' খ্যাত ড্যানিয়েল ক্রেইগ কেট মসকে গোপনে বার্তা পাঠিয়েছিলেন। ক্রেইগের প্রেম নিবেদনের তথ্য কেট মসের মুঠোফোনে সংরক্ষিতও ছিল। মুঠোফোনে ভয়েস মেইলে কেট মসকে তিনবার 'আই লাভ ইউ' বলে প্রেম নিবেদন করেছিলেন ক্রেইগ। মিসরের এক সাংবাদিক কেট মসের ফোন হ্যাক করেছিলেন।