জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম আবার চলচ্চিত্রে অভিনয় করছেন। 'দারুচিনি দ্বীপ' ছবির পর এটা তার নতুন করে প্রত্যাবর্তন। তার এই ফিরে আসায় চলচ্চিত্রে শিল্পী সংকট কাটছে। নতুন খবর হচ্ছে মম এবং তার সহ-অভিনেতা জায়েদ খান ১৫ ফেব্রুয়ারি র 'প্রেম করবো তোমার সাথে' চলচ্চিত্রের তিনটি গানের শুটিংয়ের জন্য মালয়েশিয়া যাচ্ছেন। গান তিনটি পরিচালনা করেছেন শওকত আলী ইমন, আরেফিন রুমি ও আহমেদ ইমতিয়াজ বুলবুল। ছবিটি নির্মাণ করছেন রাকিবুল আলম রাকিব।
এরই মধ্যে ছবিটির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানান অভিনেতা জায়েদ খান। জায়েদ খান বলেন, 'ছবিটির গল্পটি লাভ-অ্যাকশান ঘরানার, কিন্তু ছবির পরিচালক একটু নতুনভাবে বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছি এই ছবিতে অভিনয় করতে গিয়ে।'
জাকিয়া বারী মম বলেন, 'বেশ ভালোভাবেই এগুচ্ছে আমার নতুন এই ছবিটি। কাজ করেও আনন্দ পাচ্ছি। মনে হচ্ছে ভালো হবে ছবিটি। এখন গানের কাজে মালয়েশিয়া যাচ্ছি। সুন্দর লোকেশনে গানগুলো দর্শক উপভোগ করবে বলেই ধারণা আমার।' এ ছবিতে আরও অভিনয় করছেন মিলন।