চিত্রনির্মাতা দেবাশীষ বিশ্বাস এবার নির্মাণ করবেন চলচ্চিত্র 'মন জ্বলে'। আজ শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মাধ্যমে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হবে। এই চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছেন নির্মাতা নিজেই। রোমান্টিক-পারিবারিক গল্পের এই চলচ্চিত্রের মুখ্য দুটি চরিত্রে অভিনয় করবেন সায়মন ও ববি। আজ যে গানটি রেকর্ড করা হবে তাতে কণ্ঠ দেবেন কিশোর ও কোনাল। সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গায়ত্রী বিশ্বাস ও দেলোয়ার হোসেন নবীন প্রযোজিত এবং গীতি চিত্রকথা পরিবেশিত 'মন জ্বলে' চলচ্চিত্রের শুটিং শুরু হবে মে মাসে। নির্মাতা বলেন বরাবরই সুস্থ বিনোদনের সুন্দর গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে আসছি এবং দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছি। এবারের গল্পেও বিনোদনের পাশাপাশি দর্শক ব্যতিক্রমী স্বাদ পাবে। চমৎকার গান, গল্প আর কৌতুকের সমন্বয় ঘটবে চলচ্চিত্রটিতে। আশা করছি, প্রতিবারের মতো এবারও দশৃক মন জয় করতে পারব। দেবাশীষ বিশ্বাস নির্মিত সর্বশেষ চলচ্চিত্র 'ভালোবাসা জিন্দাবাদ' মুক্তি পায় গত বছর এবং এটি দর্শকপ্রিয়তা লাভ করে।