জিহ্বার ক্যান্সারে ভুগছিলেন ডগলাস। যেদিন এ অসুখের খবরটা ডাক্তার দিয়েছিলেন, সেদিন থেকেই দূরত্ব বাড়িয়ে দেয় ক্যাথরিন। হলিউডের এ দম্পতিরএগারো বছরের সর্ম্পক এক ঝটকায় শেষ হয়ে গেলে। মাইকেলের জিহ্বার ক্যানসার একেবারেই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিসিজ।
তবে সম্প্রতি ফের মাইকেল ডগলাস ও ক্যাথরিন জিটা জোনকে একসঙ্গে দেখা গেল। ক্যাথরিনের মন্তব্য, মাইকেল এখন কিছুটা সুস্থ। ওর সঙ্গে আবারও যুক্ত হতে পেরে সত্যিই ভাল লাগছে।