২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি। দুনিয়া মত্ত ভালোবাসা দিবস উদযাপনে। সে সময় নিউ ইর্য়কে কিছু মানুষ জমায়েত হয়েছিল বিশ্বব্যাপী নারীদের প্রতি অত্যাচারের প্রতিবাদে। তারা প্রতিবাদ সভার নাম দিয়েছিলেন ‘ওয়ান বিলিয়ন রাইজিং’।
নিয়ম মেনে এ বছরও একই দিনে আবারও প্রতিবাদ সভা আয়োজন করেছে ওয়ান বিলিয়ন রাইজিং। তবে গতবছরের তুলনায় এ বছরের প্রতিবাদে রয়েছে আলাদা আর্কষণ। সুদূর ভারত থেকে এই প্রতিবাদ সভায় নিউ ইর্য়ক উড়ে যাচ্ছেন বলিউডের মি. পারফেক্টশনিস্ট আমির খান। শুধু তাই নয়, তার এই প্রতিবাদের ভাষাকে বন্দি করেছেন একটি ভিডিওতে। যার মূল কথা হচ্ছে- ‘পুরুষ তোমাদের ব্যবহার পরিবর্তন করো। মহিলাদের সম্মান দাও।’
একদিকে আমির যেমন ব্যস্ত নারীদের অত্যাচার নিয়ে প্রতিবাদ সভায়। অন্যদিকে আমিরে স্ত্রী কিরণও পিছিয়ে নেই সমাজকল্যাণমূলক কাজে। তবে কিরণের সমাজসেবাটা কিন্তু আমিরের থেকে একেবারেই ভিন্ন। ভারতে বসেই কিরণ জোড়া দিতে চলেছেন বার বার ভেঙে যাওয়া ক্যাট-রণবীরের সর্ম্পককে।
গল্পটা হলো, ‘ধূম’ ছবির সাফল্যের পার্টিতে হাজির ছিলেন রণবীর-ক্যাট। কিরণ যখন দেখলেন পার্টিতে এসেও দু’জন মুখ ফিরিয়ে রয়েছেন তখন নিজেই নামলেন মাঠে। রণবীর-ক্যাটকে জানিয়ে দিলেন ইউ পিপল নিড রিলেশনশিপ চেকড। আমিরের সঙ্গে সর্ম্পকের রেফারেন্স তুলে নাকি গুচ্ছ গুচ্ছ জ্ঞান দিলেন কিরণ রাও।
শোনা গেছে, কিরণের জ্ঞান শুনে ক্যাট-রণবীর অল্প-স্বল্প কথাও বললেন। তবে কিরণ নাকি বেশ চিন্তিত ক্যাট-রণবীরের সর্ম্পক নিয়ে। কিরণ চান খুব জলদিই যেন কালো মেঘ কেটে যায় দু’জনের সর্ম্পকে।