তাহসান, জন এবং এলিটা_ তিনজনই শখের বশে নাটকে অভিনয় করেন। ইউনিলিভার বাংলাদেশের আয়োজনে 'ক্লোজআপ কাছে আসার গল্প' শীর্ষক কর্মসূচির আওতায় ভালোবাসার তিনটি পৃথক নাটকে দেখা যাবে এই তিনজনকে। সাখাওয়াত হোসেনের লেখা ও মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় 'কথাবন্ধু মিথিলা' নাটকে তাহসান অভিনয় করেছেন অগি্নলার সঙ্গে। আনিসুল হকের রচনা ও শাফায়েত মনসুর রানার পরিচালনায় 'অতঃপর...' নাটকে জনকে দেখা যাবে অপর্ণার বিপরীতে এবং খন্দকার নওশাদুর রহমানের রচনা ও আশফাক নিপুণের পরিচালনায় 'হোয়াই সো সিরিয়াস' নাটকে এলিটা অভিনয় করেছেন আবীরের সঙ্গে। এ ছয়জনকে নিয়ে তৈরি হয়েছে ভালোবাসা দিবসের তিনটি নাটক। আগামীকাল বাংলাভিশনে রাত ৮টা ৪৫ মিনিটে এগুলো প্রচার হবে। তাহসান বললেন, 'অগি্নলার সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। বেশ উপভোগ করেছি। বিশেষ করে নাটকটির নামের কিছু অংশের সঙ্গে আমার স্ত্রীর নামের মিল রয়েছে।' এলিটা বলেন, 'প্রেমের ছবি দেখা ও গল্প শোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই নাটকে অভিনয় করেছি।' জন বলেন, 'অনেক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম শখের বশে। অভিনয় করা কতটা কষ্টের। তারপরও অনুরোধে এবার রাজি হয়েছি।'
দু'জন গায়ক আর একজন গায়িকার সঙ্গে অভিনয় করতে পেরে যারপরনাই খুশি অগি্নলা, অপর্ণা ও আবির। অগি্নলা বললেন, 'ক্লোজআপ কাছে আসার গল্পে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাজটি ভালো করার।' আবির বলেন, 'এলিটা আপুর গান আমার ভীষণ ভালো লাগে। এবার তার সঙ্গে অভিনয় করে বেশ ভালো লাগল।' অপর্ণা বলেন, 'জন ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। বেশ ভালো লাগল।'