ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে আজ প্রচার হবে ইমদাদুল হক মিলনের গল্পে নাটক 'একজন এসেছিলো'। নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকের গল্পে দেখা যাবে মাকে নিয়ে অপু শহরে থাকে। পায়ে সমস্যার কারণে স্বাভাবিক চলাফেরা করতে পারে না সে। গ্রামের বাড়ি থেকে ডলি নামের একটি মেয়ে আসে তাদের বাসায়। অপুকে ভালো লাগে ডলির। তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সে। কিন্তু এর পরেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। শুরু হয় দ্বন্দ্ব-সংঘাত। নাটকটিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মানসহ অনেকে। সন্ধ্যা ৬টায় প্রচার হবে 'একজন এসেছিলো'।