দম্পতিদের জন্য স্টার সিনেপ্লেঙ্রে অন্যরকম উপহার এবারের ভালোবাসাদিবসকে ঘিরে। দীর্ঘদিন যাবৎ সংসার করছেন-এমন ১০০টি দম্পতি ভালোবাসা দিবসে স্টারসিনেপ্লেঙ্ ে 'ফ্রোজেন' ছবিটি দেখার সুযোগসহ আকর্ষণীয় উপহারসামগ্রী পান। স্টার সিনেপ্লেঙ্রে ফেসবুক পেইজে নিজেদের ছবি পোস্ট করে এ উপহার জিতে নিয়েছেন দম্পতিরা। ভালোবাসা দিবসে স্টার সিনেপ্লেঙ্ ে মুক্তি পেয়েছে বিশ্বজুড়ে দর্শক নন্দিত ছবি 'ফ্রোজেন'। লি ও ক্রিস বাকের যৌথ পরিচালনার এ ছবিটি সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস-এ সেরা অ্যানিমেশন ছবি নির্বাচিত হয়েছে।