বাংলাদেশ চলচ্চিত্র লীগ মীর্জা আবদুল খালেককে সভাপতি ও শাহ আলম কিরণকে সাধারণ সম্পাদক করে সম্প্রতি ৫৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করেছে। এর অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দেলোয়ার জাহার ঝন্টু, ড্যানি সিডাক, দিলারা, খোরশেদ আলম খসরু, আনোয়ার হোসেন মিন্টু। সহ সাধারণ সম্পাদক- মুশফিকুর রহমান গুলজার, আতিকুর রহমান লিটন, কামাল হাসান। সাংগঠনিক সম্পাদক- জাহিদ হোসেন, মহসিন, বাবুল শরীফ। প্রচার ও প্রকাশনা- চঞ্চল বড়ুয়া। সাংস্কৃতিক সম্পাদক সুব্রত। এছাড়া কার্যনির্বাহী সদস্যর মধ্যে রয়েছেন- মিয়া আলাউদ্দিন, আবু মুসা দেবু, দেওয়ান নজরুল, ইমদাদুল হক খোকন, রায়হান মুজিব, মোস্তাফিজুর রহমান মানিক প্রমুখ।