'নাম' ব্যবহার করে প্রতারণার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশের অভিনেত্রী অঞ্জু ঘোষ।কলকাতা প্রবাসী এই অভিনয়শিল্পী বুধবার ইংলিশ বাজার পুলিশ স্টেশনে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে অঞ্জু উল্লেখ করেন, মালদহ জেলার বাসিন্দা ড. মুখার্জি নামের এক ব্যক্তি সম্মতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে অর্থ আদায় করছেন।মিস্টার মুখার্জির বিরুদ্ধে হয়রানির অভিযোগও তুলেছেন অঞ্জু ঘোষ।উত্তর দিনাজপুরের ইটাহারে অনুষ্ঠিত এক যাত্রার অনুষ্ঠান থেকে ফিরে পুলিশের কাছে অভিযোগ করেছেন তিনি। পুলিশ জানায়, তদন্ত শুরু
করেছে তারা।