হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনির বর্তমান বয়স ৫২ বছর। সম্প্রতি তিনি অভিনয় থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
ক্লুনি বলেছেন, 'আমার ক্যামেরার সামনে কাজ করার সময় শেষ হয়ে এসেছে। তাই আমি এখন এখানেই ইতি টানতে চাই।'
জর্জ ক্লুনি ওসেন সিরিজের অনেক ছবিতে টানা কাজ করেন। এর মধ্যে রয়েছে 'ওসেন ইলেভেন', 'ওসেন টুয়েলভ', 'ওসেন থার্টিন'। তার অভিনীত ছবিগুলোর মধ্যে সর্বশেষ ২০১৩ সালে মুক্তি পায় পরিচালক আলফোনসোর থ্রিডি সায়েন্স ফিকশন থ্রিলার ছবি 'গ্রাভিটি'। জনপ্রিয় এই অভিনেতার অবসরের খবরে হতাশ ভক্তরা।