মডেল হলেন আরজে এবং উপস্থাপিকা নুসরাত ফারিয়া । অভিনেতা মাহফুজ আহমেদের পরিচালনায় একটি এনার্জি ড্রিংকের মডেল হয়েছেন তিনি। বিজ্ঞাপনে একজন ‘রকস্টার’র ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে। ইতোমধ্যে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘তরুণ প্রজন্মকে নতুন উন্মাদনায় জাগিয়ে তোলার লক্ষ্যেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এতে নুসরাত ফারিয়াকে পুরোপুরি ভিন্নরকম একটি গেটআপে দর্শক দেখতে পাবেন। আমি বিশ্বাস করি দর্শকের কাছে অন্যরকম আলোচনায় আসবেন ফারিয়া।’
ফারিয়া বলেন, ‘মাহফুজ ভাইয়ের মতো একজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমি তার প্রতি ভীষণ কৃতজ্ঞ আমাকে তার নির্দেশনায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’