'টিন সেনসেশন' জাস্টিন বিবারের মোমের মূর্তি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। কারণ সম্পর্কে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের পরও বিবারের মূর্তিটির অবস্থা বেশ শোচনীয়। মাদাম তুসো জাদুঘরে ঢুকে হাজার হাজার বিবার-ভক্ত তাদের পছন্দের তারকার মূর্তি ছুঁয়ে দেখেন কিংবা পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। এসব কারণে মূর্তিটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য শীঘ্রই এটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মাদাম তুসো জাদুঘরের জেনারেল ম্যানেজার ব্রেট পিজিওনের ভাষ্য, 'বিবারের মূর্তি সরিয়ে ফেলার ব্যাপারটি বেশ হতাশাজনক। তবে আশা করা যায়, ভবিষ্যতে হয়তো আবারও পরিপক্ব জাস্টিন বিবারকে ফিরিয়ে আনতে পারব আমরা।' এ ছাড়া ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মোমের মূর্তি স্থাপনের পর থেকেই সেটা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন অগণিত বিবার-ভক্ত। শত বাধা সত্ত্বেও তারা মূর্তিটির খুব কাছে গিয়ে নেড়েচেড়ে দেখছেন, পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এতে মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে।