হালের অন্যতম আলোচিত ও বিতর্কিত সঙ্গীতশিল্পী আরফিন রুমির জামিন চেয়ে আজ আদালতে পিটিশন দাখিল করেন আইনজীবী। কিন্তু নির্ধারিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দমনের ৪ নম্বর আদালতের বিচারক ছুটিতে থাকায় শুনানি হয় পার্শ্ববর্তী ৫ নম্বর আদালতে। শুনানি শেষে রুমির জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। বলা হয় পরবর্তী ১৯ ফেব্রুয়ারিতে এই মামলার ফের শুনানি হবে।
রুমির আইনজীবীকে প্রশ্ন করা হয়- কী কারণে জামিন চাচ্ছেন? তিনি কি অসুস্থ? বিচারকের প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন, না, রুমি সুস্থ। তবে তিনি একজন গায়ক। অবশেষে ১৯ ফেব্রুয়ারির শুনানি পর্যন্ত অপেক্ষা করতে বলা হয় তাদের।