'উ লাললা উ লালা' গান দিয়ে দর্শকের মনে ভিন্নমাত্রায় দাগ কেটেছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে নিজেকে অন্য উচ্চতায় তুলেছে খুব কম সময়েই। কিন্তু কে জানে কোটি তরুণের ঘুম কেড়ে নেওয়া প্রিয় তারকাটি তার বাবার বাড়িতে প্রতিটা রাত কাটিয়েছে নির্ঘুম। না, কোন পারিবারিক কলহের কারণে নয়। দীর্ঘদিন ধরেই অনিদ্রায় ভুগছিলেন বলিউড সুন্দরী। ডাক্তারের দুয়ারে দুয়ারেও কম ঘোরেননি। অবশেষে বিয়েতেই অনিদ্রা থেকে মুক্তি মিলল নায়িকার।
বিদ্যা বলেন, 'বিয়েই আমার অনিদ্রা দূর করেছে। আমার স্বামী সিদ্ধার্থ রায় কাপুর একজন প্রভাতের পাখি। খুব ভোরেই সে ঘুম থেকে ওঠে। ঘুমাতে যায়ও আগেভাগেই। তার কারণেই আমিও আগেভাগে বিছানায় যাওয়া শুরু করি। এছাড়া নতুন বাড়িতে যখন দু'জন মিলে থাকা শুরু করি তখন তখন ধীরে ধীরে আমার টিভি দেখার অভ্যাসটিও কমে আসে। জেগে থাকার আগ্রহটা আস্তে আস্তে কমতে থাকে। ধীরে ধীরে আমিও অনিদ্রা থেকে মুক্তি পাই। এটা বিয়ের কারণেই হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।' সূত্র: টাইমস অব ইন্ডিয়া।