জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা চয়নিকা চৌধুরী 'মায়াঘর' ও 'খেলাঘর' শিরোনামে দুটি একক নাটক নির্মাণ করেছিলেন। বেশ জনপ্রিয়তা পায় নাটক দুটি। সেই নাটক দুটির পাণ্ডুলিপি আরও বিস্তৃতভাবে প্রকাশ পেয়েছে এবারের জাতীয় গ্রন্থমেলায়। বইয়ের বিষয়বস্তু হচ্ছে- সবকিছুর পরও স্বামী-স্ত্রী মায়ার বন্ধনে আবদ্ধ থাকে। চয়নিকা বলেন, 'লেখালিখি অনেক কঠিন কাজ। কিন্তু কেন যে শব্দশিল্প প্রকাশনীর শরিফুর রহমান আমাকে দিয়ে লেখালেন, তা এখনো আমার অজানা। কিন্তু ভালো কিছু লিখে ফেললে আনন্দ হয়। সেই আনন্দ বই আকারে বের হয়েছে- আমি বিস্মিত।'
বর্তমানে মেলায় পাওয়া যাচ্ছে 'মায়াঘর' বইটি ১৭১/১৭২ নং স্টলে।