আবারও জুটি হলেন নিশো এবং অর্ষা। 'প্রেম ও ঘৃণার মাঝে' শিরোনামের নাটকে অভিনয় করছেন তারা। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন বি ইউ শুভ। আজ নাটকটির শুটিং শেষ হবে। এর আগে অনেক নাটকে নিশো ও অর্ষা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। তবে এবারের নাটকটি নিয়ে দুজনই একটু বেশি আশাবাদী। কারণ নাটকের গল্প তাদের করা অন্যান্য নাটকের চেয়ে ব্যতিক্রম। নিশো বলেন, 'অর্ষা মনেপ্রাণে একজন পরাফরমার। চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয় করার প্রাণান্ত চেষ্টা করেন। ভীষণ কো-অপারেটিভও বটে।' অর্ষা বলেন, 'নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রতিটি নাটকই দর্শকপ্রিয় হয়েছে। আশা করছি, এটিও দর্শকের অনেক ভালোলাগবে।' নিশো ও অর্ষা প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত 'ক্লোজ আপ কাছে আসার গল্প' নাটকে।