বাপ্পী-মাহি আজ হানিমুনে যাচ্ছেন। তাও বেশি দূরে নয়, গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয়। মানে নাগালের মধ্যেই থাকছেন তারা। না, চোখ কপালে ওঠার কিছু নেই। তাদের হানিমুনে পাঠানোর আয়োজন করেছেন নির্মাতা সাফিউদ্দীন সাফি। তিনি এ দুজনকে নিয়ে নির্মাণ করবেন চলচ্চিত্র 'হানিমুন'। আজ মহরত হবে। পরপরই শুরু হবে শুটিং। আবদুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাণ হবে রোমান্টিক ধারার এ চলচ্চিত্রটি। এতে সিনিয়র শিল্পীর মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, আহমেদ শরীফসহ অনেকে। নির্মাতা বলেন , চমৎকার একটি মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে 'হানিমুন' নির্মাণ হবে। দর্শক আমার আগের চলচ্চিত্রগুলোর মতো এটিও সাদরে গ্রহণ করবেন বলে আশা করি।