প্রথমবারের মতো বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেত্রী সোনম কাপুর। পরিচালক সুরাজ ভারজাতিয়া দীর্ঘ বিরতির পর আবারও সালমানকে নিয়ে তার পরবর্তী সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আর হাজারও জল্পনা-কল্পনার পর সালমানের বিপরীতে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে সোনমকে। এর আগেও অবশ্য সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে সোনমের। রণবীর কাপুরের বিপরীতে ২০০৭ সালে সঞ্জয় লীলা বানসালীর 'সাওয়ারিয়া' ছবির মধ্য দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন সোনম। ওই ছবিতে তার প্রেমিকের ভূমিকায় অতিথি চরিত্রে ছিলেন সালমান। এদিকে সোনমও খুব খুশি সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়ে।