১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাগদান সম্পন্ন করেছেন গায়িকা ক্রিস্টিনা আগুইলেরা। প্রেমিক ম্যাট রাটলারের আঙ্গুলেই আংটি পরিয়েছেন তিনি। জানা গেছে, ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন রাটলার। আর প্রেমিকের প্রস্তাবে রাজি হন আগুইলেরা। এর পর টুইটারে বাগদানের আংটির ছবি তুলে ভক্তদের জন্য পোস্ট করেন তিনি। বাগদত্তের হাতে হাত রেখে তোলা সেই ছবির সঙ্গে আগুইলেরা আরও লেখেন, 'সে আমাকে প্রস্তাব দিল, আর আমি রাজি হলাম।'
একে অপরকে খুবই ভালোবাসেন তারা। নিজেদের সম্পর্ককে এবার নতুন ধাপে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আগুইলেরা এবং রাটলার। এখন বিয়ের দিন-ক্ষণ ঠিক করবেন।