ফাগুনের মলাট
অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে পাঞ্জেরী পাবলিকেশন্স নিবেদিত বই এবং পাঠকদের নিয়ে দেশ টিভির প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান 'ফাগুনের মলাট'। ফাগুনের মলাটে বাংলা ভাষা, বাংলাভাষার লেখক এবং চিরায়ত বাংলা বইগুলো নতুন পাঠকদের সামনে উপস্থাপন করা হবে। যাতে নতুন বইয়ের পাশাপাশি মানসস্পন্ন বই সহজে খুঁজে পান অনুসন্ধানী পাঠক। অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ৬টায়।
রেডিও চকলেট রিলোডেড
দেশ টিভিতে আজ দেখা যাবে ইকবাল হোসেন চৌধুরীর রচনা এবং রেদোয়ান রনির পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক 'রেডিও চকলেট রিলোডেড'। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা, মিশু সাবি্বর, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, হাসান ইমাম, তন্দ্রা প্রমুখ। সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।
থার্ড আই
এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'থার্ড আই'। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও পরিচালনায় ধারাবাহিকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহেদ শরীফ খান, নাদিয়া, শামসুল আলম বকুল, চিত্রলেখা গুহ, ফারুক আহমেদ, মাহামুদুল ইকবাল মিন্টু, জাবেদ আলী, তানিয়া প্রমুখ। থার্ড আই ধারাবাহিকটির গল্প মূলত গোয়েন্দা কাহিনী। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে এই ধারাবাহিকটি রচিত, বুদ্ধিদীপ্ত বিশ্লেষণ, বিচক্ষণতা, দূরদৃষ্টিসম্পন্ন যৌক্তিক ব্যাখ্যা অতি সূক্ষ্ম গোয়েন্দাগিরি কৌশলে সবই হবে গল্পের মূল উপজীব্য বিষয়।
লোটা কম্বল
প্রখ্যাত কথাসাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'লোটা কম্বল' অবলম্বনে জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'লোটা কম্বল'। একটি সংসারের টানাপোড়ন, সুখ, দুঃখ, হাসি-কান্না এবং সমাজের নানা অসঙ্গতি নিয়ে এ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সৈয়দ জিয়া উদ্দিন। পরিচালনা করেছেন গোলাম মুক্তাদির। অভিনয় করেছেন আবুল হায়াত, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, নোভা, আরফান নিশো প্রমুখ। প্রতিদিনের এ ধারাবাহিকটি সপ্তাহের প্রতি শনিবার থেকে মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।
কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। অভিনয়ে তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর, নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। থাইল্যান্ডে চিত্রায়িত ধারাবাহিকটি এসএ টেলিভিশনে সম্প্রচার হচ্ছে প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে।
লাইভে সনিকা
একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন 'মিউজিক স্টেশন' নিয়ে আজ রাত ৭টা ৫০ মিনিটে দর্শকদের সামনে হাজির হবেন মারজিয়া কবীর সনিকা। সাম্প্রতিক সময়ের দেশ-বিদেশের সংগীতের খোঁজখবর এবং টপ চার্ট নিয়ে নির্মিত অনুষ্ঠান 'মিউজিক স্টেশন'। এ ছাড়া অনুষ্ঠানটিতে দেশ-বিদেশের দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও দেখানো হয়। সনিকার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে বহুগুণে। মিউজিক স্টেশন সম্পর্কে সনিকা জানান, 'আমার সবচাইতে পছন্দ হচ্ছে মিউজিক। আর তাই উপস্থাপনাটাও আমি বেশ অ্যানজয় করছি।'